ইদানীং সময়গুলো বেশ দ্রুত পাল্টে যাচ্ছে,
পাল্টে যাচ্ছে আমাদের চারপাশ,
চালচলন, পোশাকআশাক, কথাবার্তা,
আর তোমার আমার মায়াময় সম্পর্ক।


পাল্টে যাচ্ছে আরো কত কিছু
ঘরের চাল ঘেঁষা বাঁশের মাথায় বসে থাকা
অ্যালুমিনিয়াম কাঠির এন্টেনা এখন ইতিহাস।
প্রবাসী ছেলের হলুদ খামের অনুভূতি বেশ ক'বছর হলো
আর পড়ে থাকেনা অবহেলায় ডাকবাক্সে,
ভূমিফোনের ওপার থেকে বহু দিন আজ
চেনা-অচেনা কণ্ঠের কেউই আর খুঁজেনা কাউকে,
শহুরে ভিড় বাসে কর্মক্লান্ত মানুষের সাথে হাতল ভাগাভাগি
নতুন দিনলিপিতে এখন বড্ড বেশি বেমানান,
হাতেহাত ধরা প্রেমিক যুগলের স্থির ছবির খুঁজে
দশদিন পর চুপিচুপি ছুটে যেতে হয়না ছবিঘর,
দূর দিগন্তে ঘটে যাওয়া কোন দুর্ঘটনা
এখন আর নয় স্থানীয় দৈনিকের বাসিখবর।


দ্রুত পাল্টে যাচ্ছে সবকিছু, পাল্টে যাচ্ছি আমরাও।
তোমার আমার ভালবাসা এখন আর ডায়েরীর ভাজে বন্দী নয়,
অন্তর্জালের দৌলতে সারা পৃথিবী জানে আজ আমাদের সম্পর্ক।