তোমায় স্পর্শ করেনি দৃষ্টি আমার আজও
চোখে চোখ রেখে অনুভূতি বিনিময়
সে তো বহুদূর!
শুধু শুনেছি তোমায় বহুকাল,
আকাশে বাতাসে ধ্বনিত শব্দে।


দেখেছি হৃদয়ের চারপাশ,
তোমার ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতি!
কবে যেন ভালবেসে ফেলেছি তোমায়,
আমার-ই অজান্তে;
গভীর অন্ধকারে
দূর আকাশের মিটমিটে তারায়
জোনাকির অস্পষ্ট আলোয়
ঝিরঝিরে বর্ষাতে, আর
সুবেহ সাদেকের নবজাত সূর্যের রোদাভায়।


এঁকেছি তোমায় কায়াহীন ক্যানভাসে।
মোনালিসার ঠোঁটের রহস্য থেকে যাক না চিরকাল
সেখানেই আমি আবিষ্কার করব তোমায়।