নিথর কায়ারা হেঁটে যায় শ্মশানে
মুখাগ্নিতে এগিয়ে আসেনা কেউ!
আগুন আসে, গিলে নেয় বোধ
জলাশয়ে গা ভাসিয়ে দেয় রক্ত
বিপন্ন বাতাস করে যায় চিৎকার
মাতাল রোদ শোষে নেয় শব্দ।
নগ্ন আলো নেচে বেড়ায় বুক দাপিয়ে
আকর্ষণ ছেঁকা দেয় সারাক্ষণ হৃদযন্ত্রে।
চেপে ধরে চারদেয়াল আদরের আড়ালে
শূন্য থেকে ঝরে পড়ে অবিরল অশ্রুকণা।


কিছু এলোমেলো যন্ত্রণা চাপা দেয়ার ছিল;
কবর খুঁড়ে রাখবো কি নিজেই?