রূপজমোহে আটকে যায় অসংখ্য বিষাক্ত চোখ
নির্লজ্জ সময় গিলে নেয় কিছু সুস্থ বিবেক
ব্যস্ত অলিগলি, দ্রুত ছুটে চলে সাদাকালো ফুটপাত
পথঘুরা পাগল লজ্জাকে ছুঁয়ে দেখে খুব কাছ থেকে


চলন্ত বাস কিংবা ট্রেন থেকে ভেসে আসে মানবীর আর্তনাদ
রাস্তাপাশে গুমরে কাঁদে কিশোরীর রক্তাক্ত কায়া!
এসিড সন্ত্রাস কেড়ে নেয় প্রেয়সীর আয়নার অধিকার!
শ্রান্ত সময়, আর্তস্বরে ভারি হয়ে ওঠে নির্মল বাতাস।


অজস্র ধিক্কার ধ্বনি নুয়ে যায় নিমিষেই অশুভ শক্তির ভারে।
উন্মাদ ঝড়ের আঘাতে প্রায়ই অপমৃত্যুর মুখে পড়ে প্রতিবাদ।
ঢেউয়ের তালেতালে স্বার্থান্বেষীরা পাড়ি দেয় অথৈ জলাশয়!
সত্যেরা শব্দহীন। মৌচাকে ঢিল ছুড়ে, এ সাহস আছে কার?


আমিও  কি পথিক সে পথের? এ প্রশ্ন বহুকালের।
দাঁড়াও মানসী,
আমি আসছি, আর কেউ আসুক আর নাই আসুক।
চল চিৎকার করে সমস্বরে কাঁদি আকাশ চেয়ে মরুভূমির....
বৃষ্টিরা না এলেও অশ্রুরা অন্তত ধুয়ে নেবে কিছুটা হলেও মলিনতা।