ইদানীং মিথ্যেরা কিছু কিছু ঠোঁটে লাল গালিচায় আপ্যায়িত
গন্ধহীন কৃষ্ণচূড়ায় জমা পড়ছে অনাবিল ভালবাসা।


শুভা ফোন করছে ইমনকে, ইমনের ওপারে কিন্তু শীলা!
রিকের কৈফিয়তে শীলার মায়াবী স্বীকারোক্তি
" বাবার ফোন ছিল যে"!
নীলা মুঠোফোনের প্রতিমুহূর্ত গিলছে ইমনের অপেক্ষায়
পরদিন ভোরে নীলার ইনবক্সে ইমনের নীরব বার্তা
" দিদি ফোন ছাড়ছিলেন না"
অন্যদিকে রিকের অপেক্ষায় নির্ঘুম রাত পার করছে ইলা!


ফেসবুকে ভুলভাল ছবির পেছনে ছুটছে অভি
হয়াটসঅ্যাপের মায়াবী কণ্ঠে বিভোর অয়ন
কোন এক কুড়ির প্রতিশ্রুতিতে উদ্যানে অপেক্ষা করছে মায়া
কিন্তু মায়া হয়তো জানেনা
কুড়ি কথা দেয় কথা রাখতে নয়, কথা তৈরি করতে।


দিনান্তে নীরবে গাল বেয়ে ঝরে পড়ে ভালবাসা।
তারপর চলতে থাকে দোষারোপের পালা......