সময়ের কাছে পরাভূত কিছু ফেকাসে মুখ
লিপ্সষ্টিকের রং পাল্টে দেয় নিকোটিন
শব্দেরা মাতাল,
হেঁটে যায় ভাঙা ফুটপাত
সাদা কালো অস্থির শহরে স্বঘোষিত অসংখ্য সম্রাট।


অনাবৃতা এক উন্মাদিনী যখন রাজপথ ধরে হাঁটে
ছুটে যায় ওর দিকে অজস্র ঝাঁজালো শব্দ


আর
অর্ধাবৃতা লিকলিকে র‍্যাম্পমানবী,
চিয়ারকন্যার উত্তাল যৌবন,
মনুষ্যত্বহীন কিছু শরীরের উন্মুক্ত সম্ভোগের সজীবছবি ........
অসুস্থ আত্মার ভিড়ে বেসামাল পানশালা,
দেয়াল থেকে দেয়ালে অশ্লীল গানের প্রতিধ্বনি
ভোররাতে রাস্তার পাশে রক্তাক্ত কিশোরীর অজ্ঞান কায়া
আরো কতকিছু জানা অজানা..........!


কোথায় ছিলে এতক্ষণ তুমি মনুষ্যত্ব?
এই উন্মাদিনীর সামনে দেখা গেলো শুধু তোমায় !!