পাথরে কোমলতা নেই, আঙুলের ছাপ ফুটেনি কোথাও
গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে অহরহ ক্ষুধার্ত পিঁপড়ে সমাজ
আকাশজুড়ে নুনের পাহাড় সাজিয়েছে মেঘের ক্যানভাস
অকারণ বৃষ্টির ধর্মঘটে শুকিয়ে যাচ্ছে চোখের গভীরতা
অপমৃত্যুর মিছিলে পা বাড়াচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ
মর্গে জায়গা নেই, বরফ শোষে নিচ্ছে মানবিক উষ্ণতা
ময়নাতদন্তে বেরিয়ে আসছে মৃত আত্মার অতৃপ্ত আকুতি
শূন্যতাকে ঢেকে দিচ্ছে শৈবালের অমেরুদণ্ডী চাদর
দুধের মগজ পাঠাশালায় গিলছে শুধু ধূসর বর্ণমালা
রাতে অন্ধকার নেই, বিছানা ঘুমোতে দেয়না, উচ্চতা বহুদূর....
স্পর্শকাতর ত্বকে স্পর্শের অনুমতি নেই, শুধুই সংযম
ওই দেখ, দূর দিগন্তে স্বচ্ছন্দে উড়ে যাচ্ছে পেঙ্গুইনের দল।



রচনা--- ০৩/০১/২০১৪ইং
© জুয়েল।