'তুমি'র আড়ালে কে তুমি
নিজেই প্রশ্নের মুখোমুখি
বিবাগি কলমের ধূলোয়
যখন চাপা বেদনার গন্ধ
দূরে ঠেলে দেয়ার তাগিদে
অপবাদ খুঁজো অণুবীক্ষণে
ধূসর দিগন্তে মিশে যায়
লাল নীল স্বপ্নের রঙতুলি
প্রয়োজন ক্ষয়ে যায় যখন
নেতিবাচক পরিস্থিতি....
আটলান্টিকের মহা গভীরে
হৃদ্যিক সুখের গোপন আস্তানা
অতঃপর চোর ক্যামেরায়
বন্দি কিছু দৃষ্টিকটু দৃশ্য!
চিলেকোঠার মুখভাগে তাই
ঠোঁটভরা আহত সময় আর
একরাশ মেঘাচ্ছন্ন অনুভূতি।
------------------
রচনা--- ০৭/০৪/২০১৫ ইং
© জুয়েল