সকালের আকাশে বড্ড মেঘ করেছিল
কোন পাত্তাই দিই নি আমি
হেঁটে গেছি বৈদ্যুতিন তারের চিহ্ন ধরে--
দুপুরের বৃষ্টি ভেজা যৌবন ঢাকা কিঞ্চিৎ নীলাভায়
অতঃপর
আমি উন্মাদের মত ছুটে গেছি
পাহাড়ে
জঙ্গলে
বনাঞ্চলে
পাতা ঝরার শব্দ শুনবো বলে...
যে জায়গাটা মানুষের
শ্বাসপ্রশ্বাসের সাথে অপরিচিত ছিল আজো
ঘোর অন্ধকার ঠেলে
দূরবীনে যখন আবছায়া সময়, আমি
চোখ ফেলতেই উধাও সব জীবনান্দের ঝোপঝাড়।
সেই বহুক্ষণ বৃষ্টি থামলেও
পাতা থেকে ঝরে পড়ছে এখনো ফোঁটা ফোঁটা শব্দ
তবুও
ইউটিউবে কৃত্রিম বৃষ্টির আন্দোলন শুনে
ইদানীং রাতঘুমে যাওয়াই আমার অভ্যেস।
------------------
১০|০৬|২০১৫
©জুয়েল