হয়তো মৃত্যুই জীবনের একমাত্র বাস্তবতা
বিপন্ন প্রাণীদের জীবাশ্মের হাতছানিতে
বাহাত্তর হাজার বছর পেছন স্পর্শ করে এসো তুমি


সাদ্দাম হুসেনের শেষ ইচ্ছে চুরুটের টান ছিল...
কি অদ্ভুত না?
আচ্ছা,
সিগারেটের ধোঁয়া কি
মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে সাহস জোগায়?
হয়তো, আমার জানার কোন অবকাশ হয়নি কখনো
উনাকে কাছে পেলে ঠিক জিজ্ঞেস করে নিতাম।


কেন জানি না
অপমৃত্যুগুলো ভীষণ দ্বন্দ্বময়তায় ঘুরপাক খায়।
আমাকে অনেকেই অনেক কিছু শেখালেও
মৃত্যু লিখতে কেউ শেখান নি, অথচ আমি লিখি।
আজ দিনভর ভাল থাকার প্রয়োজোনীতা খুঁজেছি
কিন্তু পথের তো কোথাও শেষ নেই,
দূর দিগন্তে শুধু একটাই সত্য; মৃত্যু
তাই ভাল থাকি হয়তো।
---------------------
১১|০৬|২০১৫
©জুয়েল