এখন হাত বাড়ালেই আকাশটা ছোঁয়া যায়
আগে ভীষণ ভয় হতো
দূরত্বটা ঠিক আন্দাজ করতে পারতাম না। তবে
এখন ইচ্ছে করলেই একটা স্বতন্ত্র আকাশ কেনা যায়,
কিন্তু কেন? আমি কখনই এসবের মধ্যে নেই।


বর্ণমালার বাজারদর আজকাল তুঙ্গে
শুরুটা অবশ্য তসলিমা করেনি, অন্য কেউ। তবুও...
জানো, বাংলার যৌনতা এখন সাহিত্যের রাণীমা।
মেঘের চাদর উড়ে গেলেই দু'চোখে অসুখ করে। আর
ইদানীং বৃষ্টি শুনলেই আমরা চেতনের বাণিজ্যিক মেধা কিনি।
-----------------
১৭|০৬|২০১৫
© জুয়েল