কোন এক মহানগরীর রাজপথে
ট্রাফিকের লালসংকেতে থেমে যাওয়া সময়
বারবার পিছিয়ে দিলেও কলিংবেলের শব্দ...
নেটওয়ার্কের পৃথিবীতে ভৌগলিক দূরত্ব মেপোনা তুমি
হোয়াটস-অ্যাপে প্রতিটি মুহূর্ত পাঠাবো নিশ্চই
ত্রি'জি সংযোগের স্মার্টফোনে। যদি ভরসা রাখো


হৃদপিণ্ডে রক্তের উষ্ণ আন্দোলন চলে বিরামহীন। জানো--
আটলান্টিকের অতলান্তে ডুবুরির বিস্ফারিত দু'চোখ
খুঁজে আনে প্রেমহীন কুয়াশার চাদর শুধু!
ফোনালাপে ব্যস্ত সময় গুলো লিখতে পারবে তুমি ইস্তেহারে?
ধূলোবালি মাখা পা'দ্বয় আটকা পড়বে কখন প্রথম পদক্ষেপেই
কে জানে...
আমার হৃদস্পন্দন থেমে যেতে চায়, যখনই
বটবৃক্ষের বিস্তীর্ণ পাতাল উপড়ে দেয়ার ইচ্ছে জাগে।


তবুও মেঘলা আকাশের বিকেলে নদীতীর দাঁড়িয়ে থাকে
চেতনার জীবন্ত চিত্রায়নে বহু বাজেয়াপ্ত ইতিহাস যেমন
মৃত্যুঞ্জয়ী দীর্ঘশ্বাসে বুকের পাঁজর কেঁপে ওঠে, আর নরম পাহাড়
তাঁর যত সুখ-অসুখ নিশ্চুপে ভাসিয়ে দেয় নদীর স্রোতে।
----------------
শিলচর
২১|০৬|২০১৫
© জুয়েল