মৃত্যুর কোন বয়স নেই
তাই কোন মৃত্যুকেই আমি অকাল বলে মানিনা
জন্মের সময় আমার যথেষ্ট বয়স ছিল
যদিও শূন্য থেকে দিনগোনা আমাদের অভ্যেস!!
প্রতিদিন বাতাসে মৃত্যুরও একটি স্তর ঘুরে বেড়ায়
আসলে গোটা পৃথিবীই একটি বিশাল মর্গ
এখানে সাধারণ জীবনের কোন মূল্য নেই
যেন ওরা মৃত্যুর জন্যই জন্মায়, মৃত্যুর জন্যই বেঁচে থাকে


সুইসাইড নোটে কখনো মৃত্যু লেখা থাকেনা
অপমৃত্যু মানে জীবনের সাময়িক ছুটি নয়
মরণোত্তর দেহ পরীক্ষা নিতান্তই কাটাছেঁড়া...
রাজনৈতিক নেতাদের আত্মহত্যা স্বপ্নেও দেখিনি আমি
একটি অসহায় সমাজ যেন এর পুরো স্বত্বই কিনে নিয়েছে।


মৃত্যু হাজারো কোলাহলের মধ্যে একটি নীরবতা
জন্মের খুব কাছাকাছি জড়িয়ে থাকা আমার রাত পোশাক।
------------------
শিলচর
২৭|০৬|২০১৫
©জুয়েল