নিকষ অন্ধকারকে ছুঁয়ে দেখেছি আমি
যন্ত্রণার বিষবাষ্প জমিয়ে রেখেছে বুকে
দ্বিপদী-শিরদাঁড়ার ঠিক মাঝামাঝি ফাটল ধরেছে বেশ কিছুদিন
মাংসপেশি চিবিয়ে চিবিয়ে উচ্ছিষ্টের মতো ফেলে রাখি যখন
বায়বীয় উন্মাদনা ছুটে যায় দ্রুত নিরুদ্দেশে...
যমজ চোখের চিরসবুজে নষ্ট উষ্ণতা ছড়িয়ে
ঝরা পাতা কুড়োই সন্তর্পণে, ঢেকে রাখতে কালশিটে।
বিবর্ণ অবয়বে মেক-আপ জড়িয়ে
সমাকর্ষণে মানবতার স্লোগান ওঠে দিগন্ত কাঁপিয়ে
হঠাৎ পেছন ফিরে তাকালে অমাবস্যার নীরবতায়
কৃত্রিম আলো চিনিয়ে দেয় গোপন তিলের ঠিকানা


কানের গভীর পর্দায় নিয়ত বাজে বিবেকি তাড়না
তুমি শুনতে পাওনা, দূরে ভেসে ওঠা ওই মানবিক আর্তনাদ?
-----------
শিলচর
ভোর ৪'৪৫ মিঃ
১০|০৭|২০১৫
© জুয়েল