মাঝেমাঝে নামহীন রাত আঁকলে
ক্যানভাসে রক্ত-রং লেগে থাকে...
ক্রমশ
লাল হয়ে ওঠে চারপাশ
কোন এক বিধ্বস্ত হৃদপিণ্ডের মত
'
কেও খুঁজেনি কখনো
আবির রঙের ঘ্রাণ
কৃষ্ণচূড়া উৎসবে...
দিনের পর দিন কেটে যাচ্ছে
মগজে জমিয়ে রেখে স্তনশুল্কের ইতিহাস।
-------
১৭ ০৭ ১৬