সহস্র বছর পথ হাঁটা হলেও
কখনো কখনো, মেলেনা পথের খোঁজ
তবু আমি হেঁটেছি কত নাম না জানা পথ।
আঙুলের শক্ত বাঁধনে
হাতে হাত রেখে পথ চললেও
মনের মিলন ঘটেনা। কখনো।
তবু আমি খুঁজেছি হৃদয়ে অন্ত্যমিল।
মিল অমিলের স্বরলিপি-একাকীত্বের দিনলিপি
স্বপ্নের মাঝে ঘুরে ফিরে আসে-চুপি চুপি।
বিষন্ন বিধুঁর রাতগুলো বড় একঘেয়ে
নিঃসঙ্গ বাদুড়ের ডানায়, দু’চোখ ঢেকে পথ চলে।
ঘুমহীন রাতে গাঢ় নিশ্বাসে
ক্ষয়ে যাওয়া ল্যাম্পপোষ্টের অস্পষ্ট আলোয়
ঝুলে থাকে তার অতৃপ্ত দীর্ঘশ্বাস।
তবু সেই পাথর সময়ে
মিলবে বিকেল রোদে। হালকা তরল উচ্ছাসে
নীল মেঘ আবছা রঙে, আকাশের তরুণ ক্যানভাসে
আনাড়ি হাতের একটানে
সবটুুকু লুপ্ত প্রাণশক্তি সবলে টান মারে
ঝাপসা ক্ষয়িত সভ্যতার অবয়বে
প্রান জাগে আমার বিবর্ণ অস্তিত্বে।