১.
লাল নীল কত স্বপ্নে বিভোর, তোমার আমার,
সাদা কালোর সংসার,
সুতোয় বাঁধা জীবন ছেড়ে, উড়াল দেব
বাঁধবে কীসে আর?
হাত বাড়ালে আর কি পাবে? থাকবে পড়ে,
একলা স্মৃতি তার।


২.
পিঞ্জিরাতে বাঁইন্ধা রাখুম, বন্ধু তোরে,
যাইবি কোথায় বল?
বুকের পাজর কইরা রাখুম, বন্ধ গরাদ,
করিস না তুই ছল।


৩.
আঁধার রাতে এক পশলা, অবাক আলো,
দেখিস যদি হঠাৎ করে তুই,
জানলা খুলে, একলা একা।
তারার সাথে বলিস কথা সই।


৪.
আলো হয়ে নাইবা এলাম,
আঁধার হয়েই রই,
জনম ভরা কালো যাহার,
জোৎস্না দেখার চক্ষু তাহার কই?