অযথাই অকারন অস্থির আমি।
অপূর্ন আত্মায় অধীর অস্তগামী।
আশাহত অধর
অজর অমর
অষ্টপ্রহর আঁধো আলো, আঁধো আঁধারি
অামার আমিতে আমিই আনাড়ি।
আজও আছি অবুঝ আশায় আমি
আসিবে অসময়ে, অকালে। অনড় অন্তর্যামী।
অসহ্য অনলে
অঙ্কিত অম্বরে
অকূল আঁধারে আসি অক্ষম অনলে,
আনিব অতল অণু, অমিয় অকালে।
আমরন অনুস্বর
অনুকূল অবসর
অসময়ে অতি অল্পে আপ্ত অনাহারে
অনর্গল অহর্নিশ অখিল আষাঢ় অম্বরে।