নগরে বৃষ্টি এলো দুপুরবেলায়
উষর জমিন, রোদ-বৃষ্টির যুগলবন্দী
এই অবেলায়।।
ওপাড়ার দুষ্টু ছেলের দলটা ছোটে মাঠের পানে,
বাদলের নতুন বারি গা ভিজাতে আপনি টানে।
তপ্ত পথে হালকা ভিজে মাটির ঘ্রানে
মরুর তৃষায় শান্তি ডাকে, জলের গানে।
আকাশের বুকটা চিরে কান্না ঝড়ে
জমিন হাসে, খাঁ খাঁ মাঠে, হরিৎ সুখের উতোন চড়ে।
ব্যাঙেদের ঘ্যাঙর ঘ্যাঙে মধ্য দুপুর মৌন ভাঙে,
খেয়া কই? ওই তো ভাসে ওপাড় গাঙে।
দীঘির ওই শাপলা কমল, কালোপনা জল টলমল,
শিহরে আদুল গায়ে, মাতাল বায়ে ধায় শতদল।
কোন  সে দেশের পথিক হঠাৎ থমকে দাড়ায়, থামায় চলা।
বাদলের পাগল ধারায় উঠোন আঁচায়, হয় উতলা।।