জানো কি? প্রিয় রং বলে কিছু নেই? ছিল না কখনো অস্তিত্বে।
যেমন নেই প্রিয় মুহূর্ত কেন্দ্রীক কোনো আবেগ।
দু’দিনের জীবনে বৃথাই হাসি আনন্দ উদ্বেগ।
কখনো ভেবেছ কি? বাঁধভাঙা হাসি মানেই প্রগাঢ় সুখ নয়?
প্রথম সাক্ষাতের সলাজ ভয়।
বুকের বাম অলিন্দে চিনচিনে ব্যাথা মানেই নয় হঠাৎ প্রেম।
দিন বদলে, মানুষও যায় বদলে।
প্রছন্ন জিঘাংসা মানব, মানবের আদলে।
কেউ কি তোমায় বলেছে কখনো, ভোর মানেই
রাতের অবসান নয়। হতে পারে সে অমানিশার সাময়িক বিরতি
কারো কারো ভোর হয় নতুন সুর্যোদয়ে নয়
নিয়ে আকন্ঠ বিষাদের আরতি।
সাদা মানেই হবে শেফালীর সফেদ শুভ্রতা-ভুল, শুধু ভুল
সাদা আমার কাছে বৈধব্যের নামান্তর
শেষ বিদায়ের সাহানা সাঁজ। নিষ্ঠূর কালান্তর।
সাদা মানে, রক্ত হীম করা শূন্য চাহনীর প্রিয়জন
ভোর মানেই যেমন নয় শুধু বিশুদ্ধ পবিত্র কলগুঞ্জন।
সে হতে পারে শেষ বিদায়ের আমন্ত্রণ।