আমার অস্তিত্বের চারপাশে ভীড় করা ভন্ড সুশীল দল
প্রগতির জাবর কাটা বুদ্ধিজীবিরা,
বেতনভুক পোষা দালাল বিপ্লবীরা,
তোমাদের নোংরা কর্কশ বিশ্রী ছায়া দিয়ে
ব্যর্থ চেষ্টা কর না আমায় ঢেকে দেবার।
মুখোশের আড়ালে তোমাদের গলিত পঁচা মাংসের
পোঁকা কিলবিলে চেহারাটা আমার খুবই চেনা।
ক্লীবতার কুৎসিত দগদগে ঘাঁ
তোমাদের চেতনার পরতে পরতে
সুশীলের ক্রূঢ় চিকনো দৃষ্টিও তোমাদের
জিঘাংসাবৃত্তিকে আড়াল করতে পারছে না।
সরে যাও, দুর হটো কালো ছায়া শবভুক শকুনিরা।


আমাকে মুক্তি দাও শৃঙ্খলিত দাস সভ্যতা
নীতিকথার বেড়াজালে কন্টকীত প্রগতিশীলতা
তোমার স্থানু প্রহসনে নিয়ত আহত আমার মানবাত্মা
পঙ্কিল পাপাচার, সামাজিক কোষ্ঠকাঠিন্যে
ছিড়েখুঁড়ে একাকার সভ্যতার এক একটা ইট,
চাই না এ নির্লজ্জ, হালুয়া রুটির দালালী কারবার
সভ্যতা নামধারী লজ্জাস্কর সংগ্রাম মানবেতর  
সামাজিকতা নামক অসামাজিক ব্যধি
বিধিনিষেধের ঘুনপোকায় কুড়ে কুড়ে খাওয়া কবির স্বাধীন কন্ঠ
আর কতকাল? নত মস্তকে জ্বি হুজুর জ্বি হুজুর
পা চাটা কুকুরের লালা ঝরানো মোসাহেবী কারবার?
ঘাড়ের লোমকূপে সাম্রাজ্যের গরম নিঃশ্বাস
তীব্র শীতেও জ্বালা ধরায় কুঁকড়ে যাওয়া চেতনায়।


অনেক দেখেছি প্রগতি, কথার মিছরিতে ছেলেভোলানো
নরম সরম গরম বক্ততা, বিপ্লব বিপ্লব খেলা
কোথায় প্রতিবাদ? মিছিল কোথায়?
বিক্রি হয়েছে সব কাড়ি কাড়ি নগদ কড়ির থাবায়
পুলিশ এসকর্টে পোষমানা শার্দুল সবাই।
আপোষের দাতাল শুয়োর বনাম মুক্তিসংগ্রামী।
এখন আর মিছিল দেখি না। শুনিনা রক্তে নেশা ধরানো স্লোগান,
রক্তলাল ব্যানারে রুধীরময় উদ্ধত তরুনের ছায়া নয়
বিপ্লব আজ শান্তির সাদা পায়রা
মিছিলে মুষ্টিবদ্ধহাত মিছিলকারী নয়,
শান্তির দূতেরা শান্তির শেখানো মন্ত্র আওড়ায়
খাঁ খাঁ পল্টন, চৈত্রের পিচঢালা পথ
একদা যে তরুণ যুথবদ্ধ হত প্রচন্ড ক্রোধে
চোখের পাতায় ঘোর রক্তবর্ণ মেঘের আঁধার
কি সকাল, কি বিকেল পল্টনে প্রেসক্লাবে নগরে গ্রামে,
ফেনাতোলা মুখ ঘর্মাক্ত কলেবর
আজকে সে ধুঁকে ধুঁকে মৃত্যুর অপেক্ষায়
স্লোগানের বাণী শিকেয় তুলে সযতনে
কুঁই কুঁই শব্দে নিমজ্জমান অস্তিত্বের জানান দেয়।


বিপ্লব বা প্রগতি কোনোটাই
আজ আর চাই না,
শুধু তোমাদের স্খলিত পাপ হতে নিঃস্কৃতি নিয়ে
ঘরের কোণে একটু ঠাঁই।
সকাল বিকাল দু’টো রুটি ভাত, ড্রইং রুমে আন্দোলন, আর কি চাই?
আমায় আর ডেকো না রাজপথে কিংবা টকশোতে
আন্দোলন, বিপ্লব, সংগ্রাম, ক্রদ্ধ সময়
এখন এখানে নয়।
আমি ইতস্তত, ক্লান্ত, কুঞ্চিত
ক্যাঁকক্যাঁচে তক্তপোষে হৃজু পিঠটা কায়ক্লেশে পেতে
একটু জিরোতে চাই। আমি মুক্তি চাই।