নষ্ট হবার নিয়ত বাসনা প্রচ্ছন্ন দুরাশায়
দুরন্ত শৈশবে, অবাধ্য কৈশোরের ক্রূদ্ধ রক্তবাণে
নষ্ট ছেলে নষ্ট মেয়ে, নষ্ট কবিতায়।
নষ্টার নখরামি, বিপন্ন বৈজু চপলতা।
নষ্ট সময়ের দুর্বাশা ক্ষণে বিষন্ন কায়ায়।
আজন্ম পাপে পিপাশার্ত কামুক মায়ায়।
আকন্ঠ পানের মাতাল তৃপ্তিতে
বিনষ্ট আত্মায় বিনম্র ঋজু বৈরিতায়।
নষ্ট যুবকের জামার আস্তিনে, বুকপকেটে
নষ্ট ঘ্রাণ
নিষিদ্ধ আনন্দের কিলবিলে দুষ্টু শুককীট।
পেমিকার ছবি নয়, বালিশের অড়ে
বখে যাওয়ার মাগনা টিকিট
দানবীয় সুখের উৎকট, পুঁতি গন্ধে
বিপুলা সংসার সুখের তপ্ত গরল
উৎসুক দর্শক, বিহবল জামানা
মানবতার ধর্ষণে আচানক কুঞ্চিত সরল।
কামনা অধীর পাপ, পঙ্কিল হৃদে বাঁধে দুর্বাশা গেহ
শাপ শরবিদ্ধ যৈবতি আত্মা, বিষন্ন বিধূর দেহ।
আমি তারে আপনাই, সযতনে রুখি মোহ টান।
তবু নিলাজ বক্র গ্রীবা, বারে বারে ঢুঁড়ে মরে
আজন্ম পাপে প্রোথিত, মোর নষ্ট প্রাণ।