যখন জল ভরে চোখে ভাদ্রের অভিমানে।
যখন মেঘ জমে ভাঙা মনের এক কোণে।
এমন ক্ষণে যখন তুমি শুধাও-কী হল সই?
আমি ব্যস্ত হই বেদনার দাগ লুকোতে।
আলবোলা বলি, কিছু নাতো, কই?
.................
যখন বহু ক্রোশ দুূরত্ব ঠেলে, বহু বাঁধা ভেঙে,
তোমাকে আপনাই আপন গাঢ় রঙে,
হঠাৎ অকারন অস্থিরতায় যদি তুমি যাও রেগে,
বীরপুঙ্গব পুরুষ প্রেমিক, ভীরু কাপুরুষ হয় নিমেষে,
বিহবল কাতরতায় বলি “চেয়ে দেখ মেয়ে,
কেবলি রঙ ছড়াল মেঘে।”
....................
যখন সময় হয় একটু কাছে আসার,
যখনই তীব্র আকুতি জাগে কাছে টানার,
এমন ব্যস্ততায় যদি তুমি দাও বলে,
সহসাই যাবে চলে।
আমি ভাসি আঁখি জলে, ধরি হাত টানি সবলে,
শুধাই, “ওগো, মোর সায়াহ্ন প্রেম,
কেবলই যে এলে?”