আমি বরং পথিক হব
আমার প্রিয় শহরের হাড় পাঁজর বেরোনো নগ্ন রাজপথে
পায়ে বিঁধবে রুক্ষ পথের কাঁকড়
তবু বড্ড শান্তি সে বিঁধোনোয়।
শহরের বড় রাস্তার মোড়ে উদাস দাড়িয়ে রইব।
দিনের পর দিন। বিকেল, সায়াহ্নে
অবেলায়। যেন কোনো ভ্যাগাবন্ড।
কিংবা শীতের কুয়াশা ভরা সকালে।
চেনা কারো শহরে ফেরার অপেক্ষায়
দু’দন্ড দাড়াবে আমার জন্যে
বলবে দু’টো কথা পুরোনো বন্ধুত্বের টানে।
মফস্বল বালক অবাক বিষ্ময়ে শুনবে
আর বিমুগ্ধ ভালো লাগায় বিদ্ধ হবে।
নাগরিক সুখের ঝকমারি কাব্যে।
এ শহর শৈশবের, এ শহর স্মৃতির,
বিস্মৃতির আর মান অভিমানের।
এ শহরেই শেষ শয়ানে তৃপ্ত হব
নোনা মাটির গন্ধভরা এই শান্ত ছাঁয়ায়।
আমার শহরে। নাড়ি পোতা সেই গেঁয়ো মফস্বলে
আবার মিলব প্রাণের টানে।
তোমাদের নগরে আর নয়
দেখা হবে। আমাদের শহরে।