একাকিত্ব কে নিয়ে লিখেছি,
কোলাহলের মাঝে দীর্ঘশ্বাস -
সেই দীর্ঘশ্বাস কে নিয়ে লিখেছি।
সকলের কাছে হেরে গিয়ে
জিতে যায় যে নিজের কাছে,
তাকে নিয়ে লিখেছি-💔
মহাজাগতিক শুন্যতায়
যে হাহাকার, সেই
হাহাকার কে নিয়ে লিখেছি।
ব্লাকহোলের আকর্ষনে যে ভালবাসা,
সেই ভালবাসা কে নিয়ে লিখেছি।
ধুম কেতুর ছুটে চলায় যে
একাকীত্ব, সেই একাকীত্ব
নিয়ে লিখেছি-
সমুদ্র যাত্রায় কলম্বাসের দীর্ঘ পথে-
উত্তাল ঢেউ, সেই ঢেউ নিয়ে আমি লিখেছি।
যুদ্ধ শেষে যে নেপোলিয়ন দার্শনিক হয়েছিলেন,
আমি তার সেই দার্শনিক তত্ব নিয়েও লিখেছি-
যে শাসক শোষণের দম্ভে আমায় অভুক্ত রেখে
দেশের নিরাপত্তা স্তর থরে থরে সাজিয়েছে-
তার ভয় নিয়ে আমি লিখেছি।
গুলি খাওয়া শিশুর চিৎকার,
সেই চিৎকার এর শব্দ গুলো খাতায় তুলেছি-
শুধু লিখতে পারিনি,
পুলিশের বুটের লাথিতে থেতলে যাওয়া-
শিক্ষকের নিথর দেহ নিয়ে।
শুধু লিখতে পারিনি,
সেনানিবাসের কামুক ক্ষুধায়
নিঃপ্রাণ তনুর ক্ষতবিক্ষত দেহ নিয়ে।
বেচারা বিশ্যজিৎ, দল করলেও
বিচার নামের প্রহসন টা পেতিস।
ওর রক্তাক্ত মুখ খানা নিয়েও লিখতে দেয়নি।
লিখবো কি ভাবে,
আমার যে ময়নাতদন্ত হয়নি।
আমার গলিত লাশ বারে বার উত্তলিত হয়েছে,
কলমের ছোঁয়া যে পাইনি।
বলতে পারবে আমি কে-
আমি যে সাগর-রুনী।