কি আছে এই চোখে,
মানবতা - ধ্বংস,
নাকি আকুতি।
উত্তপ্ত লাল রক্ত লাভা
জমে আছে চোখের পাশে।
মুখের হাসিতে
একরাশ মলিনতা।
তাজা লাশের স্তুপে
সদ্য ফোটা রক্ত জবা,
নাকি- ঝরে পরা কৃষ্ণচূড়া-
কি নামে ডাকবে তুমি?
ও চোখে গভীরতা দেখেছো
মহাশুন্যের শুণ্যতা আছে,
আছে মহাজাগতিক প্রশ্ন।
কোথায় যাচ্ছো মানবতা
একটু দাঁড়াও,
বলে যাও কি তোমার পরিচয়?
ঈশ্বর নেই তোমাদের জমকালো উৎসবে
ঈশ্বর নেই তোমাদের ভোজ সভায়,
ঈশ্বর নেই তোমাদের দেবালয়-
তোমাদের অভিনয়ে তুষ্ট নয় ঈশ্বর।
তোমাদের মনে নেই-
ধর্মের নামে ঈশ্বর কে ভাগ করেছিলে,
কসাইয়ের দোকানে।
ঈশ্বর মরে গেছে,
ধর্ষিতার চিৎকারে।
ঈশ্বর মরে গেছে,
ময়লার স্তুপে ফেলে যাওয়া সদ্যজাত শিশুর সাথে।
ঈশ্বর মরে ঝুলে ছিল,
সীমান্তের কাঁটাতারে।