শাসন শোষণ ভাঙবে কে আজ?
কার সে আছে বল-
আমি-তুমি বন্য মানব
মূর্খ আদম দল।
ঊষার তোরণ
জয়ের অরুণ,
মাখবি কে আজ বল?


চেতনার ঐ বদ্ধ তালা-
শোষণ করার
শিকল মালা,
ছিঁড়বি কে আজ বল?


শাসক যারা
শোষক তারা-
মিথ্যে তাদের মুখের বুলি,
জমছে শুধু মাথার খুলি।
স্বার্থবাদী স্বার্থেরা সব,
ঝড়ায় শুধু মুখের বুলি।


সাহস করে আসবি কে আজ
বুক ফুলিয়ে নামবো পথে,
শাসকের ঐ পাঁজরপাটি-
নমরুদেরই চ্যলাকাঠি,
ভাঙবি যদি আয়।
অরুণ বরুণ কৃষ্ণচূড়ার
রক্ত জবা রক্ত লালে,
ভিজবি কে আজ আয়।


মায়ের বোনের কাপড় নিলো
ভাইয়ের লাশ কাকে খেলো
বাবা আমার গাজী হলো।
সে দিনের সেই যুদ্ধ খেলায়,
দেশ যে আমার স্বাধীন হলো।


সে দিন আমি ছোট্ট বলে,
বাবা আমায় ধমক দিলে।
রাশেদ ও যে যুদ্ধে গেলো,
আমায় কেন পড়তে বলো?
বায়ান্নোর সেই একুশ তারিখ-   (১৯৫২-২-২১)
সতেরোর এই সাতাশ তারিখ।   (২০১৭-১-২৭)
বরাবরই মিলছে বাবা-
তুমি কেন দিচ্ছো বাঁধা?
যুদ্ধের যে ডাক পড়েছে,
এইবার যে আমার পালা।


যুদ্ধে যাবার আলোর মশাল
ধরবি কে আজ বল?
শাসক যারা, শোষক তারা
বুট এর তলায় স্বাধীনতা।
শকুনের ঐ চোখ টি তুলে,
শাসকের ঐ পাঁজর ভেঙে-
স্বাধীনতা আনবো কেড়ে।
তোরা সঙ্গে যাবি চল।