পৃথিবী ছেয়ে গেছে বিষাক্ত ভাইরাসে,
নবাগত শিশুরা মৃত্যু র মিছিলে
ঝাপিয়ে পড়ছে,
এ তো মহামারী ভাইরাস নয়।
কন্ঠনালীর শিরা উপশিরায় এ ভাইরাসের বিচরণ,
কিছু শিশু আর কিছু তরুণ যুবক,
পৃথিবীতে শূন্যতা বিরাজ করছে।
অবশিষ্ট বেঁচে আছি আমরা।
আমাদের ও শেষ সময় এসে যাচ্ছে,
মৃত্যুর প্রহরী রা ও আজ স্তম্ব ।
অবলা শিশুদের শেষ মৃত্যু যন্ত্রনা
আর আমাদের কিছু না করতে পারা
পৃথিবীতে এ কেমন শূন্যতা?
শেষ প্রহরের এই করুন স্বপ্নের ব্যাখ্যা!
যানি কেউ দিতে পারবে না ।