আমাকে কেউ ভালোবাসেনি তো
জীবনের এই ব্যথা যদি ভুলে থাকা যেতো,
এভাবে কেটে গেলো আমারি সময়
পাশে নেই কেউ নেই আমার কতো অসময়।


আমাকে ভুলে বসে আছে মানুষ
ঠিক আকাশে নিভে যায় যেমন কাগজি ফানুস,
আমাকে পারেনি সাজাতে আলো
দিশেহারা মেঘেদেরও যেন আজ কি হলো!


হঠাৎ বর্ষা রাতে ভিজে যাওয়া পথে
মৃত্যু এসে হয়তো করে নিবে শপথ,
অবসন্ন বিকেলের পড়ন্ত সূর্যে
ভালোবাসা তোমায় এখনো খুঁজে।


দেখো আমার এখানে আমি একা
ছবির ফ্রেমেই শুধু তোমার ছবি আঁকা।


চৌরাস্তার মোড়ে চায়ের দোকানে
এখনো বসে ভাবি এই পথে দেখবো তোমাকে;
অবশেষে আর তুমি আসোনা
আমি বুজে নিই আমাই বোধহয়,
আর ভালোই বাসোনা।


আমাকে কেউ ভালোবাসেনি তো
এই ব্যথা যদি লুকিয়ে রাখা যেতো।