কখনো মনে পড়ে না তোর?
আমাকে?
একদম কখনো কি নাহ?
ভুল করেও কি না?


অথচ!
আমি ভুলে যেতে কেন পারি না!
একদমই পারিনা!
ভুল করেও না!


হয়না এরকম মাঝে মাঝে?
ভুল করে তোর মনে পড়ে গেলো
ধর, আমার কথা।
তখন?
তখন কি করিস তুই?


হয়েছে এরকমই কতো,
মন খারাপের দিন আমার।
অথচ! সে কথা,
তুই অব্দি পৌঁছাতে পারেনি।
তখনও তোকে বিরক্ত করিনি!


মেসেজ, কথা-বার্তা, ফোন
এসব যেন এই সময়টাতে ম্রিয়মাণ!
এসব এখন ভাল্লাগে নাহ
ইচ্ছে করে না তোকে আর বিরক্ত করি!


জীবনের এই কালো অধ্যায়'টা
কোনরকম পাড় করে যেতে চাই।
হোক,যে কোন কিছুর বিনিময়;
তারপরও তোকে এড়িয়ে যেতে চাই।


আমার একতরফা প্রেমের ইতি টেনে
তোর সমাপ্তি আমি করতেই চাই
তোকে এক্কেবারে হারিয়ে ফেলতে চাই
এছাড়া আমার কিচ্ছু করার বাকি নেই।


তুই আবার আবেগী হয়ে হঠাৎ
আমার বাড়তি মায়ায় পড়ে যাবি
দরকার নেই এসব মায়া-আবেগ আমার।
তাই আর লিখলাম না, খুশিতে ইতি টানলাম।