আমি আছি আমার মতো জীবনের স্বপ্নে যতো।
ফুরায় না দিন শেষ হলে গুনি আবার স্বপ্ন কতো।


সোহাগী রাগ করোনা দূরে কোথাও যেওনা।
আমি তোমার হাত ধরেছি সে হাত চেপে রাখোনা।
অন্যরকম তুমি আমার কতো কি আরো আছে জানার।
সময়ের ঘড়ি দেখিনা তুমারে যে ভুলা হবেনা।


সভ্যতা পাল্টে যাবে  জীবন হয়তো মরে যাবে।
তুমি আমার রয়ে যাবে এ মনের গহীন কোণে।
ভেবোনা কষ্ট দিবো ভেবোনা তুমি দুঃখ দিবো।
তুমি এসব আমায় দাও তবুও আমি মেনে নিবো।


তোমায় আমি খুব চেয়েছি এ মনে ক্ষোভ ধরেছি।
তুমি তো শুধু আমার হয়ে জন্মেছো পৃথিবীতে।


আমি আছি আমার মতো জীবনের স্বপ্নে যতো।
ফুরায় না দিন শেষ হলে গুনি আবার স্বপ্ন কতো।


মাধবী মন ছুঁয়েছো চোখে তোমার মায়া ধরেছে।
সে মায়ায় ডুবে গেছি সাঁতার আমি পারিনাতো।
ঐ যে তোমার হাত ধরেছি রেশমি কালো চুল ছুঁয়েছি।
সে অপরাধের মাসুল তুমি এখনো আমাই দিলেনাতো।


মেয়ে তোমার ঠোঁট হাসেনা কখনো যে মন গলেনা।
তবুও তোমায় ভালো লাগে আমায় তুমি না বলোনা।


তুমি আমার প্রথম সকাল তুমি আমার শেষ বিকেল।
আমি তোমার নিশাচর রাত্রিবেলার পাহাড়াদার।
এক চামচে আইসক্রীম আর চায়ের কাপ বদলে নেয়া।
এসব কি তোমার মনে পড়ে জানিনা কি আর হতো।


আমি আছি আমার মতো জীবনের স্বপ্নে যতো।
ফুরায় না দিন শেষ হলে গুনি আবার স্বপ্ন কতো।