বন্ধু কেন নিঠুর হইলা
আমাই ভাইব্বা পর,
স্বার্থের এই ধরণীতে
তুই'ও কি স্বার্থপর?


বন্ধু কেন ভালোবাইসলা
এই আমাই অমন করে?
এ কোন মায়ায় ফাঁসাইলা
এহন ছাড়ুম কেমন করে?


প্রেমের নামে নাও ভাসাইলা
প্রেমেরি সাগরে,
মাঝে গিয়ে নাও ডুবাইলা
আমি লাশ ঘরে!


নিঃশ্বাসেরই তো বিশ্বাস নাই
ভাবি,তোমার কি দোষ
মরা দেহে এহনো কাটে নাই
প্রেম হারানোর শোক!


প্রেম হারাইলাম প্রাণ হারাইলাম
হারাইলাম সবিই,
সব হারাইয়া দম আটকাইয়া
হইয়াছি কবি।


অহন আমার কাব্যে তুর নাম
যেন ঘুরে ফিরে আসে,
তুই ছাড়া লিখতে বসলে কেন
আমার প্রেতাত্মা কাঁদে?