দিন যায়,রাত যায় সখী তোরে পাবার আশায়
তুই ঘর বাঁধিস সখী অন্যের বাসায়।
আমারে দিলি সখী নদীর জলে ভাসাই
আমি থাকবো সখী এখন কার আশায় আশায়?


তোরে লইয়া স্বপ্ন ছিলো করবো সুখের ঘর
তুই স্বপ্নের বাঁধন দিয়া হইয়া গেলি পর।
মনের মাঝে দুঃখ জমে আর সুখ গড়াইয়া পড়ে,
মাঝে মাঝে মনে হয় তোরে ছাইড়া যেতে ভিনদেশে।
ভুলতে পারবো কি সখী এতো সহজে তোরে
মনের ভিতর আগুন দিলি ভালোবাসার ছলে!


দিন যায় রাত যাই সখী তোরে পাবার আশায়
অন্তরে মোর ঝড় ওঠে তোরে পাবার আশায়
সে ঝড়েতে আমার বারো রকম দশা
অন্তরের একূল ভাঙ্গে আর ঐকূল গইড়া ওঠে
আমি সর্বহারা সখী আমি সর্বহারা।


পথ যায়,প্রান্তর যায় ছুটি দেশে দেশে
তোরই রাখা পদচারণ খুঁজি প্রতি মোড়ে মোড়ে।
ফাগুনের ঐ প্রথম রাতে হয়েছিলো দেখা
ধরেছিলি অন্যের হাত আমাই দিয়ে ধোঁকা।
ফুল শুকিয়ে ঝরে পড়ে,সখী ভালোবাসা ভিন্ন
ভালোবাসার কি অপরাধ আমার করলি ছিন্ন-ভিন্ন!


আমি হয় আর পাবোনা সখী তোরে
তবে এইটা মনে রাখিস,
কখনো সময় হলে একটু আমায় নিয়ে ভাবিস।


আমি কাকতাড়ুয়া এখন নাইতো ঠিকানা
লোকে বলে তার শখের সখীর সে পাগল অনন্য।
দিন যায়,রাত যায় সখী এখনো তোরে পাবার আশায়।
এখনো তোরে পাবার আশায়।