রাস্তার ধারে ময়লার স্তুপ
ওদের জন্য তো আহার,
কারো শিশু খেতে চাই পাইনা
কারোটা খেতে দিলে খাইনা।


বড় দালানগুলোর নোংরা
বস্তির টোংরা ঘরে মানাই,
বড় লোকের রূপসী মেয়েরা
বড় ঘরেই চাই জামাই।


কালো ছেলেটা সব দেখে
আহা সৌন্দর্যের কত মায়া!
মোটকথায় টাকা থাকলেই সুন্দর
না হয় লোকমুখে পরিচয় বাঁদর।


কাগজে আমাদের কথা আসেনা
বাপু আমরাই পেপার পেপার হাকি,
বাড়িয়ে দু চারটা টাকা দাও সাহেব
ঐ কাছের আশা কলোনীতেই থাকি।


দুদিনে কিছু খাইনি গো সাহেবা
কিছু খেতে দাও ক্ষিদে মানছেনা,
সাহেবা বলে ডং ভালোই করিস বেটা
যা যা এখানে এখন কিছু হবেনা।


ক্ষুদাই কাতর কালো ছেলেটা
বহু মিনতি আকুতি জানাই,
সাহেবার ডাকে কানাই দারোগা
লাঠিপিঠাই হতভাগারে তাড়ায়।


আবার কালো ছেলেটা সব বুঝে
আহা টাকার কতো অহংকার!
ভাবে সময় হইতো আমারও হবে
হবে বড় দালান বড় সংসার।