যদি সব কালো এভাবে মুছে ফেলা যেতো
তবে সুখ তার অস্তিত্বকে অতীতেই হারাতো
জানি সব স্বপ্ন কখনো সত্যি হয়না,
তবে মন মানতে চায়না এযে সত্যি বাস্তবতা।


কর্মব্যস্ত পৃথিবী,নিষ্প্রাণ মরুভূমি
অরণ্যে'ও খুজেঁছি তোমাই
তবে কি হারিয়েছি আমি?


চলে যদি যাও সুখ,বলো স্বপ্ন কেনো দেখালে?
ফিরে যদি না আসো তুমি,কেনো এসেছিলে জীবনে?


সব স্নেহের মায়া-মমতা রেখে এসেছি শৈশবে,
আজ'ও দুঃখ বিরহে যন্ত্রনায় ব্যাথাগুলো কাঁদে আঁড়ালে।


পৃথিবীর রূপ ছেড়ে আমি যাবো বহুদূরে
জানো বন্ধু কি করে পাবো সুখ খুঁজে?
সুখের পরশে যদি হয় ভালোবাসা
তবে মিথ্যে হয় কেনো মানুষের আশা?
ভালোবেসে সুখী হয় মাত্র অল্প কয়েকজন
তার চেয়ে'ও বেশি নষ্ট হয় অনেক মানুষের জীবন।


চলে যদি যাও সুখ,বলো স্বপ্ন কেনো দেখালে?
ফিরে যদি না আসো তুমি,কেনো এসেছিলে জীবনে?


দুঃখ যদি না থাকতো ছোট জীবন জুড়ে
সুখ যে আছে দুনিয়াতে বুঝতে কেমন করে?
আধাঁর যদি না হতো ঐ রাতের মতো কালো
চাঁদ তবে উদয় হয়ে কাকে দিতো আলো?


একটা কিছু হারিয়ে অন্য একটা কিছু পাওয়া
এরমাঝে চলতে থাকে জীবনের আসা-যাওয়া,
কিছু স্মৃতি ভুলে গিয়ে নতুন স্মৃতি রোপন
এভাবেই চলতে হয় যার নাম 'জীবন'।