হাজার ভিড়ে - অস্থির শহরে চাইনা তোমায় হারাতে,
হৃদয় জুড়ে শুধু তুমি আছো যতো কল্পনা রাঙ্গিয়ে।


জানিনা কেনো এতো কষ্ট আমার চাওয়া পাওয়াতে?
ভোরের শিশিরে হৃদয় কড়া নাড়ে তোমার শিহরণে,
উড়তে থাকা প্রজাপতির দলে স্বপ্ন এসেছে।


জানিনা কবে সত্যি হবে এইসবের মাঝে,
এইসবের মাঝে, কি করে?


রাণীহীন শহরে এই অবেলাই এসে পূর্ণতা দিয়ে যাও,
যতো জড়তা এই মনে রেখেছো পুষে এইবার বিদায় দাও।


আকাশের বিরহে-মেঘের মিলনে জড়তা ভেঙ্গে যায়,
যদিও বৃষ্টি পড়ে এমনটা নয় যে সবকালো মুছে যায়।


এইসবের মাঝে,এইসবের মাঝে, কি করে
খুঁজে পাই তোকে!