মাঝে মাঝে দৃশ্য তোমার ভেবে
বিষন্ন সময় কাটে,
বর্ণহীন স্মৃতি নিয়ে গেলে সাথে
তাই এগোতে পারিনি বহুদূরে।


ভালোবাসার অস্তিত্বে চেয়েছি তোমাই
তবে হয়েছো শুধুই বন্ধু,
অস্পষ্ট তোমার মনোভাব তাই
আজো চিনতে পারিনি পথটুকু।


যদি বাসো ভালো বলে দাও আমায়
হবেনা তুমি অপরাধী
তুমি ভয়ে আছো,আর আমি অপেক্ষাই
ভেঙ্গে দাও ভয় সাহসী।


আমার বলার ছিলো শুধুই তুমি
ভালোবেসে যাও আমাকে
কখনো আসো তুমি এতো কাছে আমার
আর কখনো থাকোনা পাশে।


কষ্ট হয় আমার সে সময়টাতে
যদি থাকতে তখনও পাশে
কখনো বলতে যদি ভুল করেও একটাবার
ভালোবেসেছো আমাকে।


তবে রটতে থাকা সব তুলো মেঘেরা
বর্ষা নামাতো ভালোবাসার আকাশে
আর পথটা চিনতে ভুল হতোনা আমার
দেখো দুজনের হাত হতো একসাথে।


যেখানে বেঁচে আছে আমার এই
কল্পনার গান
তুমি দাও তাকে পূর্ণতা এসে
আমার পাশে থেকে।


যদি বুঝতে পারো এইগানের উদ্দেশ্য
তবে বুঝে নিও আমাকে
আর আমার এই গান তখন থাকবে নিরবে
তোমার ফিরে আসাতে।