মন চাই যারে পাইনা তারে
এই'কি কপালের লেখন,
খাঁচায় বন্দি পাখি আমি
দুঃখ যখন তখন।


রঙীন আকাশ মুক্ত জীবন
পাখির যেমন প্রিয়,
মনের মানুষ মনে ফিরলে
মনটা লাগতো ভালো।


পাখিরা যেমন ডানা মেলে
এইদিক-ঐদিক ছুটে,
ইচ্ছে করে পাখির মতো
খুঁজে বেড়ায় তোরে।


মন চাই যারে পাইনা তারে
এই'কি কপালের লেখন,
খাঁচায় বন্দি পাখি আমি
দুঃখ যখন তখন।


আমার যদি ডানা থাকতো
পাখির মতো উড়ার,
দূরদূরান্তে খোঁজে বেড়াইতাম
তোরেই কাছে পাওয়ার।


দিনের আলো নিভে গেলে
পাখির দল ছুটে বাসায়,
আমিতো দিন রাত খুঁজিনা কিছু
তোর'ই আশায় আশায় ;
সখী তোরে পাওয়ার আশায়।