এই চিরচেনা পথ ধরে হেঁটেছি কতো
ফিরে যাবো পিছনে কখনো ভাবিনি তো,
শহরে ভোর হলে নেমে যেতাম হাঁটতে
আসতো না কোনো বাঁধা এইপথ থামাতে।


অলি থেকে গলিতে কতো হেঁটেছি
পাড়া মহল্লা জুড়ে তোমাই খুঁজেছি,
আমি এই পথের প্রান্তে লিখেছি
তোমার নাম আর আমার নাম।


না দেখি তোমাই আমি না পায় খুঁজে
কাছে থেকেও কেনো সরে গেলে দূরে?
এই শহরের আঁকে বাঁকে খুঁজেছি অনেক
এই স্বপ্নীল আকাশটা সে খবর জানে,
তাই আকাশের বুকে লিখেছি তোমার নাম।


এই বৃষ্টির দিনে ভেজা সরু পথে
কখনো রোদ দুপুরের ঐ কড়া রোদে,
ভিজেছি পুড়েছি এভাবে রোদ বৃষ্টিতে
তোমার নাম খুঁজতে চাওয়া দু দৃষ্টিতে।


তারা জানে তোমাই আমি কতোটা ভালোবেসেছি
যতোবার খোঁজ করেছি তোমার
তারো বেশিবার দুঃখ সৃষ্টি করেছি।


আমি শতবার লিখেছি তোমার নাম
এই পথে,
তারো বেশিবার  খুঁজেছি তোমাকে
এই হৃদয়ে।


এই চিরচেনা পথ ধরে হেঁটেছি কতো
ফিরে যাবো পিছনে কখনোই ভাবিনি তো!