তোমার অপেক্ষাদের আক্ষেপে
অশ্রুসিক্ত চোখে লিখবো অপূর্ণতা
তোমার অপেক্ষাদের আক্ষেপে
সময়ের করিডোরে বেদনার বাতাস।


তুমিহীনা ঝড়ে সব হারানো আমি
তোমাকে অভিমানে ভেঙ্গেছি শত
তোমার অভিপ্রায়ের তীরে অভিযোগ
আমাকে চুপচাপ ভেঙ্গেছে অবিরত।


এভাবে কেটেছে দিন বে-রঙীন
কোন আশারা নেই আর অবশিষ্ট
সব হতাশা এক করেছে আঁধারে
আবেগের স্মৃতিহত্যায় অতিষ্ঠ।


তোমার অপেক্ষাদের আক্ষেপে
অশ্রুসিক্ত চোখে লিখবো অপূর্ণতা
তোমার অপেক্ষাদের আক্ষেপে
সময়ের করিডোরে বেদনার বাতাস।


নির্জর স্রোতে উৎসবের নগরীর
সবটুকু সুখ ভেসে ভেসে যাবে
নির্জনতা এসে মিলবে স্রোতস্বিনীতে
উদ্দেশ্য নিয়ে আসা ঢেউ থেমে যাবে।


পারাবাতের ডানায় নীল চিরকুট
রাণীহীন রাজ্যে অপ্রাপ্তির মুকুট
এসবের স্মৃতি অতিশয় হবে ইতি
দুঃসাহসিক অতীতেরাই হবে স্মৃতি।


তবেই কি জীবন এত বেশি নির্মম
নিয়মে বেঁধে রাখা আছে অনিয়ম
অবহেলার প্রাচীর ভেঙ্গে নিয়তিরা
দুঃসময় হয়ে এসে ধরা দিবে আবার।


তোমার অপেক্ষাদের আক্ষেপে
অশ্রুসিক্ত চোখে লিখবো অপূর্ণতা
তোমার অপেক্ষাদের আক্ষেপে
সময়ের করিডোরে বেদনার বাতাস।