যে চোখ, প্রেমিকার মুখে ব্রনের দাগ খুঁজে
সে চোখে আর যাই থাকুক, সে প্রেম নয়, কাম!
যে নাক, প্রেমিকের বুকে মুখ ঘুঝে ভ্রু কুচকায় ঘামের গন্ধে,
সে মুখের হাজার মিষ্টি কথাও তিতা, ভালবাসা নয় তার নাম।
ভালবাসা! নিকষ কালো অন্ধকার, ঘ্রানহীন শুভ্র ফুল,
আলিঙ্গনে হৃদয় স্পর্শ করে, চোখের কোণে জল, মন হয় ব্যাকুল।
এখানেই প্রেম, মায়া, ভালবাসা।
হয়তো বা দু'জন কিন্তু হয় একটাই চাওয়া ও আশা।
ভালো লাগে অপেক্ষায়, প্রতীক্ষায়, অনেক না পাওয়ায়,
বারেবার হারায় মন, স্নিগ্ধ সকালের এক বিন্দু শিশির কণায়।
ভালবাসায় চাঁদ বড়ই মধুর, জ্যোৎস্নার জল বৃষ্টি হয়ে ঝড়ে হৃদয়ে।
চোখ ছলছল, মুক্তোর কণা অস্পষ্ট বাষ্পীয়, তার প্রস্থানে।
না পাওয়ার অনেক কষ্ট হয় স্পষ্ট বালিশ কিংবা রুমালে।
হাজার বছর কাঁদে মন, দুই মেরু বাসি দু'জন, সংসারের অন্তরালে।