তোমার তুমি হয়তো-বা অন্য জনে বিদ্যমান,
আর আমার আমি এখনো তুমিতেই বর্তমান।
আমি ছুটি আলোর খোঁজে, পিছনপানে অন্ধকার।
হাত বাড়ালেই চাঁদের ছোঁয়া,
আমার আকাশে জোছনার হাহাকার।
মেঘেরা হারিয়ে যাক আকাশের ওপারে,
বাতাস ধমকে যাক উত্তর কিংবা দক্ষিণ মেরুতে।
শুধু লেগে থাকুক তোমার ভেজা চুলের গন্ধ
কাঁঠালচাঁপার ঘ্রাণ হয়ে আমার অস্তিত্ব জুড়ে।
আমি তাতেই খুঁজে ফিরি চিরচেনা অজানা তোমাকেই...