তোমার শহর ভিজবে আজি, আমি অশ্রু খড়ায়
পৌষের শীতে হিম তুমি, ব্যথার অনল আমায় পোড়ায়।
তোমায় দিলাম চাঁদ জাগা যত জ্যোৎস্না রাত
কুহক ডাকা ঘোর অমাবস্যারা আমারই থাক।
তোমার পাড়ার প্রহরি হবো, ঘুমাও তুমি সুখের ঘরে
আমার হৃদয় নিঃস্ব করে হোক ডাকাতি প্রতি প্রহরে।
বসন্তে সাজুক তোমার পৃথিবী, যত আছে ফুল দামি
না হয় হবো নীলকণ্ঠ, অনাদরে ঝরে পড়া ফুল সব এই আমি।
আমি ভেসে চলি বেদনায় একলা একা, খুঁজি যন্ত্রণা
সুখ সব তোমার উঠোনে, হারানো তিথি আর ফিরে চাই না।
সুখ প্রহরে ছেড়েছ হাত, ধরে রাখতে আমিও পারিনি তোমায়
ভুলে যেও দুঃস্বপ্ন ভেবে, অনুরোধ তোমাতে দোষী করো না ভালবাসায়।
সন্ধ্যাতারায় চোখ রেখো তোমার অবসরে যদি সময় হয়
আমিও তাকিয়ে আকাশে, নজরে একবার যদি নজর মিলে যায়।
এই ভেবে আছি বেঁচে আজও
হাজার না পাওয়া বুকে জুড়ে
থাক অনন্তকাল ধরে.....