হারিয়ে যাওয়া প্রতিটি নক্ষত্রই কিন্তু বিদ্যমান,
অথচ তোমার অবস্থান, এখনও আমার অনাবিষ্কৃত।
আমাবস্যায় হারিয়ে যাওয়া চাঁদও আবার ফিরে
জোছনার জোয়ার নিয়ে ভরা পূর্ণিমায়।
কত বিজ্ঞাপন, কত দেয়াল লিখন,
আর এই ছোট্ট শহরে তুমি নাই কোথাও।
কেন হারায় মানুষ, তবে কেন-ই-বা এই ভালবাসা?
প্রেম, মায়া কিংবা আরো অনেক চাওয়া পাওয়া।
তবে কি সবই মরীচিকা, আলো নাকি আলেয়া?
নাকি বয়ে চলা সময়ের স্রোতে করে অনিশ্চিতে ছুটে চলা?
তোমার স্নান ঘরে শ্বেত পাথরের শুভ্রতা
আমি খুঁজি আলো, ল্যাম্পপোস্টের অথবা জোনাকি পোকায়।
অতঃপর দিনের ক্লান্তি মিল খুঁজে গোধূলি বেলায়
সব পাখি ফিরে যায় আপন আপন ঠিকানায়
আমার কেবল প্রশ্ন রয়ে যায়, আমি কি সত্যি ছিলাম
কারো মনে, কারো ভালবাসা, চাওয়া কিংবা প্রার্থনায়?