হাত টেনে বুকের পরে রাখলেই কি আপন হওয়া যায়?
যদি তাই হয়, তবে আজও কেন হাজারো অনন্যা নিশীথের অন্ধকারে?
আমি কেবল হাত নয়, আমার সমস্ত দিয়ে চেয়েছিলাম তারে,
সে এখন অন্য তেপান্তর, কোটি টাকার মার্সিডিসে ঘুরে।
আমি অস্তিত্ব বিহীন অচেনা, আমার চেনা এই শহরে
ভালবাসারা ভালো থাক, ভালবেসে একা যাই আমি পুড়ে।
আমি সোনা নই পুড়ে খাঁটি হবো, পুড়ে পুড়ে আজ বিবর্ণ  ছাই,
সুখেরা নির্বাসিত, দুঃখ কষ্ট সবাই বর্তমান শুধু তুমি নাই।