পরশপাথর ভেবে তোমায় ছুঁতে দিয়েছিলাম
সোনার নয়, পরশ বিহীন পাথর হয়েছি।
ক্ষয়ে যাওয়া তাঁরার মতন একলা একা দুর বহুদূরে হারিয়েছি।
আকাশও তোমার চাঁদও তোমার, জোছনা ছুঁয়ে যায় তোমায় খুব সহজেই
পূর্ণ আমাবস্যা আমায় ঘিরে, সূর্য তাপে আমি যাই পুড়ে অনাদিকাল ধরে।