ইদানীং চিনচিন ব্যথার অনুভব বুকের পাশে,
ভয়ে ভয়ে ভাবি হৃদরোগ নাকি সে ভালবাসে।
ক্ষনে ক্ষনে তীব্রতর হয় প্রেমের আকুতি নিয়ে,
ভালবাসার চাপ স্পষ্ট হয় তার নয়ন পানে চেয়ে।
অসহ্য বিষয় গুলো ধীরে ধীরে সহ্য সীমায়,
শান্ত মন মাতাল প্রায়, রাতের হাস্নাহেনায়।
কাশফুল খুব টানে অথচ বিকেল ছিল ব্যস্ত আড্ডায়,
একাকী! ছিল ভীষণ বাজে, এখন ভালো লাগা সকল তার অপেক্ষায়।
বৃষ্টিতে ঘরকুনো আমি, মন উচ্ছ্বসিত বৃষ্টির ছোয়ায়,
পাগল মন পুলকিত হয় শিশিরে সোনা রোদ চমকায়।
মন হতে চায় গাংচিল সাগরে ভেসে ভেসে মিশি মোহনায়,
ব্যথার নীল নয়, ভালবাসার নীলে নীলে আকাশ নীলিমায়।


তার চোখের ইশারায় থমকে যায় সময়, নিস্তব্ধ চারিপাশ,
এটাই ভালবাসা, এটাই প্রেম, জীবন অতঃপর ভালবাসায় বসবাস।