আজকাল বৃষ্টি আমার অনেক প্রিয়,
        এমনটা কিন্তু ছিল না আগে।
এখন মেঘমালা, বৃষ্টিরা খুব আপন, নিশ্চয়
        বিনা কারণে নয়।
যে দিন তুমি চলে গেলে, আমি একা বিষন একা
আমি খুব কেঁদে ছিলাম, অনেক অনেক .....
আমি হাঁটছি ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে।
কি অবাক কাণ্ড শরতের আকাশ, হঠাৎ!
গুরু গম্ভীর বর্ষা কাল, অঝর ধারায় বৃষ্টি।
অশ্রু নদী ও বৃষ্টির জল আলাদা করতে পারিনি আমি।
সেই থেকে বৃষ্টি আর আমার ভাল লাগা।
অথচ এই বৃষ্টি-ই ছিল আমার বিরক্তির কারণ .................