কেউ কি জানে? কি তোলপাড় অষ্ট প্রহর বুকের ভিতর
এক এক টা রাত কাটে নিয়ে রক্ত ক্ষরণ, যেন হাজার বছর।


হারাইনি তারে, খুঁজে নেয়া তার অন্য ভুবন সুখ নিমিত্তে
আমার আমি আজও একা তখনও ছিলাম, যদিও সে ছিল সাথে।  
দু'কূল নিয়ে নদী যেমন প্রবাহিত মোহনার তরে সাগরে
এতো পথ পেরিয়েও কি মিলেছে কভু দুই পাড় একে অপরে?


দাঁড়িয়ে সাগর কিনারে ভুলতে চেয়েছি যত ব্যথা আমার,
ব্যথা কমেনি এক বিন্দুও, তবে প্রসারিত করেছি ধারণ ক্ষমতার।


এক পাহাড়, এক আকাশ যাদের কান্নায় বৃষ্টি আর আমি
চুকিয়ে হৃদয়ের লেনদেন, অস্তিত্ব জুড়ে এখন বিরাণ ভূমি।


ব্যথায় আর কাঁদি না এখন, ধারণ করতে পারি সবটুকুই
আকাশ কাঁদে, পাহাড় কাঁদে বৃষ্টি ছুঁয়ে অশ্রু লুকাই।


তবে সে ভালো থাকুক, শুকতারা তার আকাশে  
কি করে যায় ভালো থাকা? কারো দীর্ঘশ্বাসে।