তুমি চাঁদ! জোছনার জলে হয়ে ঝরো
আলোয় ভাসাতে তোমায়, আমি সূর্য হয়ে জ্বলছি অবিরত।
কতটা পুড়লাম আমি? কেউ কি নিয়েছে খোঁজ একবারও।
কেউ-ই রাখে না খোঁজ, বা রাখতে চায় না
লন্ঠনের সলতের মতন পুড়তে পুড়তে এক সময়ে নিঃশেষ।
এই যে এতো মায়া, এতো ভালবাসা সবই কি অনন্ত?
চাঁদ আর সূর্যের ব্যবধান পরে থাকলো তোমায় আমায়।